ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্স-উরুগুয়ে মহারণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সেমি ফাইনালে উঠার লড়াই হয়েছে। দিনের প্রথম মহারণে মাঠে নেমেছে ফ্রান্স ও উরুগুয়ে। পরিসংখ্যানে ফ্রান্স এগিয়ে থাকলেও, এমবাপ্পেদের ছেড়ে কথা বলছে না সুয়ারেজ কাভানিরা। খেলার প্রথম থেকেই দুদল আক্রমণে যাচ্ছে। বিশেষ করে আক্রমণের ধারা অব্যাহত রাখতেই ব্যস্ত হয়ে পড়েছে দুদল।

চোটের কারণে ফর্মে থাকা ফরোয়ার্ড এডিনসন কাভানিকে পাচ্ছে না উরুগুয়ে। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোতে ২টি গোলই কাভানি করেছিলেন। তার বদলে একাদশে খেলবেন ক্রিশ্চিয়ান স্তুয়ানি। এই একটি ছাড়া একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে ফ্রান্স একাদশেও আছে একটি পরিবর্তন। এক ম্যাচ নিষিদ্ধ ব্লেইস মাতুইদির জায়গায় খেলছেন কোরোঁতাঁ তোলিসো।

উরুগুয়ে একাদশ: ফের্নান্দো মুসলেরা, মার্তিন কাসেরেস, হোসে মারিয়া হিমেনেস, দিয়েগো গদিন, দিয়েগো লাক্সালত, লুকাস তররেইরা, নাহিতান নান্দেস, মাতিয়াস বেসিনো, রদ্রিগো বেন্তানকুর, ক্রিস্তিয়ান স্তুয়ানি, লুইস সুয়ারেস।

ফ্রান্স একাদশ: উগো লরিস, বাঁজামাঁ পাভার্দ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, লুকা এরনঁদেজ, পল পগবা, এনগোলা কঁতে, কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমান, কোরোঁতাঁ তোলিসো, অলিভিয়ে জিরুদ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি