ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফ্রান্স-ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৫ জুলাই ২০১৮

রাশিয়া  বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। বিশ্বকাপের ফাইনালে উঠা দল দুটি কেউ কারো থেকে পিছিয়ে নেই।

ফ্রান্স তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায়। পেরুকে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারায় ১-০ গোলে।

আর ডেনমার্কের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে গোল শূন্য সমতা নিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে দলটি।

নক আউট পর্ব থেকে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায়।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে বিদায় করে দিয়েছে ২-০ গোলে হারিয়ে। আর সেমিফাইনালের ম্যাচে ডার্ক হর্স বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফ্রান্স।

অপরদিকে ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে।

এরপর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ক্রোয়েশিয়া।

শেষ ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে দ্বিতীয় রাউন্ডে চলে যায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া ডেনমার্কের সঙ্গে ১২০ মিনিট খেলে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এরপর কোয়ার্টার ফাইনালে খেলেছে রাশিয়ার বিপক্ষে। সেখানেও ১২০ মিনিটে ২-২ গোলের সমতার পর টাইব্রেকার জিতে সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া।

ফাইনালের যাওয়ার লড়াইয়ে ফেবারিট তকমা পাওয়া ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। ওই ম্যাচেও ১২০ মিনিট খেলতে হয়েছে ক্রোয়াটদের।

তবে আজকের খেলায় জিততে উভয় দলের সম্ভাব্য একাদশ-

ক্রোয়েশিয়া: দানিয়েল সুভাসিচ, ভেদরন করলুকা, ডিজেন লভরেন, ভিদা, ইভান স্টিরনিক, ইভান রাকিটিচ, আন্তে রেকিক, ক্রামারিচ, লুকা মডরিচ, ইভান পেরিসিচ, মারিও মানজুকিচ।

ফ্রান্স: হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, সামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, বেঞ্জামিন মেন্ডি, এনগোলো কান্তে, মাতুইদি, পল পগবা, অ্যান্তোনিও গ্রিজম্যান, অলিবার জিরুদ, কিলিয়ান এমবাপ্পে।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি