ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্স-১ : আর্জেন্টিনা-০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৩০ জুন ২০১৮ | আপডেট: ২০:৫২, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নক আউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্স ১-০তে এগিয়ে। খেলার ১৩ মিনিটে অ্যান্টিও গ্রিজম্যান গোল করে দলকে এগিয়ে নেন। রাশিয়ার কাজান অ্যারিনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় এই দুই দল। টিকে থাকার লড়াইয়ে নিজেদের সবটুকু ঢেলে দিতে সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নেমেছে সি-গ্রুপের চ্যাম্পিয়ান ফ্রান্স এবং ডি-গ্রুপের রানার্স আপ আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মেসিদের শিবিরে আছে গোলরক্ষক আরমানি, মারকাডো, টাগলিয়াফিকো, বেনেগা, মেসি, ডি মারিয়া, মাসচেরানো, পেরেজ, রোজো, অটামেন্ডি এবং প্যাভন।

আর ফ্রেঞ্চ শিবিরে আছে গোলরক্ষক লোরিস, প্যাভার্ড, ভারানে, উমিতি, পগবা, গ্রিজম্যান, গিরাউদ, মেবাপে, কান্তে, মাতৌদি এবং হার্নান্দেজ।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি