ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ফ্রান্সে প্রেসিডেন্ট পদে নির্বাচনে আজ প্রথম পর্বের ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৩ এপ্রিল ২০১৭

ফ্রান্সে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম পর্বের ভোট আজ। প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ১১ প্রার্থী।
জনমত জরীপ বলছে, মূল লড়াই হবে কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টের মারিন ল্য পেন ও মধ্যপন্থি এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে। এরপরই জরিপে এগিয়ে রয়েছেন মধ্য ডানপন্থি রিপাবলিকান দলের ফ্রাঁসোয়া ফিলন ও কট্টর বামপন্থি জঁ লুক মেলাশোঁ। জরিপ বলছে, এ পর্বে ভোটভুটিতে কেউ-ই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ৭ মে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে লড়াইয়ের পর প্রেসিডেন্ট চূড়ান্ত হবে। এ নির্বাচনকে উগ্র জাতীয়তাবাদ ও মানবিকতার মধ্যে চূড়ান্ত পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন বিশ্লষকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি