ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

ফ্রান্সে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১২ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সে একটি ব্যস্ত ক্রিসমাস মার্কেটে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

স্ট্রাসবার্গের ওই ক্রিসমাস মার্কেটে মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারী ওই বন্দুকধারী ২৯ বছর বয়সী এক ফরাসি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। খবর এপির।

ফান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফে ক্যাসটেনার সাংবাদিকদের জানান, ওই হামলাকারী একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। আগেও তার বিরুদ্ধে অপকর্মের রেকর্ড রয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে হন্নে হয়ে খুঁজছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তবে কী কারণে এ হামলা তা এখনও জানতে পারেনি পুলিশ। আহত ৮ জনের মধ্যে সাত জনের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি