ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফ্রান্সে শিক্ষক হত্যা, সতর্কতা জারির পর সৈন্য মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৩:৩৭, ১৪ অক্টোবর ২০২৩

ফ্রান্সে এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জঙ্গিবাদ মোকাবেলার সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি। 

৭,০০০ সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।সোমবার সন্ধ্যার মধ্যে সেনা মোতায়েনের কাজ শেষ হবে।

আজ শনিবার এই কথা জানিয়েছে এলিসি প্রেসিডেন্ট প্রাসাদ।

এর আগে শুক্রবার উত্তর-পূর্ব ফ্রান্সের শহর আরাসের একটি স্কুলে ছুরির হামলায় একজন শিক্ষক নিহত ও দুইজন গুরুতর আহত হন।

হামলার পর রাষ্ট্রপতি ম্যাঁক্রোর সঙ্গে সাক্ষাতের পর এই পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী বর্নি। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার ভাইকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। 

দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। 

ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের কারণে ফ্রান্সের মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের ভেতরেও অস্থিরতা বিরাজ করছে। এরইমধ্যে স্কুলশিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা আরও উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে দেশটিতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি