
ফ্রান্সে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ১২ বিদেশী পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন।
দেশটির মুনবেনি গ্রামে মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পর্তুগালের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাকের চালকরা ইটালির নাগরিক। তাদের ও মিনিবাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পর্যটকবাহী বাসটি পতুর্গাল থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলো। দুর্ঘটনার পর সড়কটি বন্ধ করে দেয়া হলেও দিনের শুরুতে খুলে দেয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।