ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্সে ২য় পর্বের ভোট গ্রহণ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৮, ১৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ফ্রান্সে সংসদীয় নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ আজ।
স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। বিভিন্ন সংস্থার জনমত জরিপ বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে সফলতার পর এ নির্বাচনেও বড় জয় পেতে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রোর নতুন দল- রিপাবলিক অন দ্যা মুভ। ৫৭৭ আসনের পার্লামেন্টে ৭৫ থেকে ৮০ শতাংশ আসনে জয় পেতে পারে ম্যাক্রোর দল। এরআগে প্রথম পর্বের ফলাফলে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে রিপাবলিক অন দ্যা মুভ। মাত্র ৩৯ বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাক্রো। বছরখানেক আগে গঠিত তার দলের অধিকাংশ প্রার্থীই রাজনীতিতে নতুন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি