ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ম্যাক্রোঁ
প্রকাশিত : ১৮:৩০, ১৩ ডিসেম্বর ২০২৪
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন তিনি।
ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
মিশেল বার্নিয়েরের সরে যাওয়ার এক সপ্তাহ পর ম্যাক্রোঁর কার্যালয়ের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এলো।
মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ৭৩ বছর বয়সী বায়রু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
ফ্রান্সে সবশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।
এদিকে গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।
এমবি
আরও পড়ুন