ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৮ মে ২০১৭ | আপডেট: ১৩:১২, ৮ মে ২০১৭

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইউরোপিয় ইউনিয়ন পন্থী ইমান্যুয়েল ম্যাক্রন। চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী লে পেনকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। পরে বিজয়ী ভাষণে, বিভক্তি ভুলে ঐক্যের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ম্যাক্রনের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইইউভুক্ত দেশগুলো। অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।
ফ্রান্সের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন ৩৯ বছর বয়সী ইমান্যুয়েল ম্যাক্রন। প্রথমবারের মতো প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে থেকে ইউরোপের প্রভাবশালী এ দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন মধ্যপন্থি এই নেতা।
চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে শেষ পর্যন্ত ইইউপন্থী ম্যাক্রনকেই বেছে নিয়েছেন ফরাসীরা। বেসরকারি ফলাফলে ৬৫ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী লে পেন পেয়েছেন ৩৩ দশমিক ৯৪ শতাংশ ভোট।  
জয়ী হওয়ার পরই প্যারিসের পথে পথে ম্যাক্রন সমর্থকদের ঢল নামে। ল্যুভর মিউজিয়ামের সামনে হাজার হাজার সমর্থকদের সামনে ভাষণ দেন ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এই প্রেসিডেন্ট। বলেন, বিভক্তি নয় ঐক্যের দেশ গড়তে চান তিনি। জনগণের আশা ও বিশ্বাস ধরে রাখতে চান।
এছাড়া প্রথম ভাষণে ইউরোপিয় ইউনিয়নকে টিকিয়ে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।
ফ্রাঁসোয়া ওলাদের আমলে দুই বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ম্যাক্রন। সরকারিভাবে  প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হবে ১০ মে। সংসদীয় নির্বাচন হবে ১১ ও ১৮ জুন।
এদিকে ম্যাক্রনের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরো ইউরোপ। সবার আগে তাকে অভিনন্দন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর ইউরোপীয় কমিশনের প্রধান, মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বনেতারা তাকে স্বাগত জানান।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি