ফ্রান্সের নব নির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন
প্রকাশিত : ১৯:৩৫, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ১৪ মে ২০১৭
দায়িত্ব নিলেন ফ্রান্সের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে আজ দায়িত্ব নিলেন এন মার্চ পাটির প্রধান ইমানুয়েল ম্যাক্রন। প্যারিসের এলিসি প্যালেসে তার দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক্রনের স্ত্রী ফার্স্ট লেডি এবং সহকর্মীরা। এসময় তাকে স্বাগত জানান সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ। কট্টর ডানপন্থী মারিঁ লো পেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রায় দ্বিগুণ ভোটে জিতেন ম্যাক্রন। বলা হচ্ছে, ব্রেক্সিটের পর একমাত্র ইইউভুক্ত দেশ হিসেবে পারমানবিক শক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যপদ পাবে ফ্রান্স।
আরও পড়ুন