ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৭ মে ২০১৭

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আজ। এদিকে. ইমেইল হ্যাকিংয়ে পদক্ষেপ নেবার ঘোষনা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ’র।

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফার ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থীর একজন ইমানুয়েল ম্যাক্রন। অপরজন কট্টর ডানপন্থী রাজনীতিক ম্যারি লে পেন। সবশেষ জনমত জরিপে তার তুলনায় ম্যাক্রন বেশ খানিকটা এগিয়ে আছেন। টেলিভিশন বিতর্কেও তিনি লে পেনকে পেছনে ফেলেছেন। এদিকে ম্যাক্রনের ইমেইল হ্যাকিংয়ের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তবে এই হ্যাকিং এর ঘটনা নির্বাচনের ফলাফলে খুব বড় প্রভাব ফেলবে না বলে দাবি ফরাসীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি