ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ইমানুয়েল ম্যাক্রন এগিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ৭ মে ২০১৭

কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে ভোটগ্রহণ চলছে। সবশেষ জনমত জরিপে, ডানপন্থী লে পেনের তুলনায় এগিয়ে আছেন মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ সময় রাত ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে কিছু বড় শহরে এক ঘণ্টা বেশি ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ৫০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটিতে চলমান কর্মসংস্থানজনিত সংকটকে নির্বাচনি প্রচারণাতেও গুরুত্ব দিয়েছেন দুই প্রার্থী। প্রাধান্য পেয়েছে বেকারত্ব ইস্যুও। এবারের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে, ফ্রান্স ইইউ-তে থাকবে কি থাকবে না। মধ্যপন্থী ম্যাক্রন ইইউ-এর সমর্থক, কিন্তু ডানপন্থী লে পেন ঘোরতর বিরোধী। যে কারণে এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো ইউরোপ।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি