ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফ্রান্সের সাতারুএনা সান্তামানসের জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৪২, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪২, ২৫ এপ্রিল ২০১৬

এনা সান্তামানস বিশ্ব চ্যাম্পিয়নশীপে পদক জয়ী ফ্রান্সের সাতারু। ১৯৯৩ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা। তার ২৩তম জন্ম দিনে এনার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম ডি এনা সান্তামানস। ১৯৯৩ সালের ২৫শে এপ্রীল ফ্রান্সের আরলেসে জন্মগ্রহণ করেন এনা সান্তামানস। ছোটবেলা থেকেই খেলা ধুলার প্রতি দারুন জোক ছিল তার। প্রথম দিকে সব ধরনের খেলা খেললেও শেষ পর্যন্ত সাতারকেই বেছে নেন এ ক্রীড়াবিদ। সাতারের মধ্যে ফ্রিস্টাইল ও বাটার ফ্লাই তার প্রিয় ইভেন্ট। ২০১০ সালে সিঙ্গাপুরে ইয়ুথ অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে শুরু এরপর আর পেছনে তাকাতে হয়নি এ সাতারুকে। সে বছর  একই প্রতিযোগিতায় ৫০ মিটার বাটার ফ্লাই ও ৪’শ মিটার মিক্স ফ্রিস্টাাইল-এ রৌপ্য পদক জেতেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে ২’শ মিটার  মিক্স ফ্রিস্টাইল ও মিক্স মেডলে স্বর্ণ পদক জেতেন এনা। এছাড়া ২’শ মিটার একক মেডলে রৌপ্য পদক জেতেন তিনি। ২০১৩ সালে মেডিট্রেনেয়ান গেমসে ৫০ মিটার ফ্রিস্টাইল ও ৪’শ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জেতেন এনা। আর ৫০ মিটার বাটার ফ্লাই-এ রৗপ্য এবং ৪’শ মিটার মেডলে ব্রোঞ্জ জেতেন এনা সান্তামানস। এপর ২০১৪ সালে বার্লিনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে ৪’শ মিটার মিক্স ফ্রিস্টাইলে রৌপ্য জেতেন এনা। একই বছর দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২’শ মেডলে রৌপ্য জেতেন এনা সান্তামানস। এনা সান্তামানস তার শৈল্পিক নৈপূন্য দিয়ে এগিয়ে যাচ্ছেন স্বমহিমায়। পাশাপশি মডেলিংয়েও অংশ নিচ্ছেন নিয়মিতই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি