ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএস ওপেন টেনিসে মার্কিন তারকা টেলর ফ্রিটজকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল উঠেছে নোভাক জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে ফ্রিটজকে কোনো সুযোগই দেননি জোকো। জিতে নেন ৬-১ ব্যবধানে। 

দ্বিতীয় সেটে এসে কিছুটা প্রতিরোধ গড়ে আমেরিকান বাছাই ফ্রিটজ। তবে এতে ম্যাচের সময়টা দীর্ঘ হওয়া ছাড়া ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ৬-৪ গেমে সেটটি জিতে নেন জোকোভিচ। 

তৃতীয় সেটেও একই ধারায় খেলে ওই ৬-৪ ব্যবধানের জয় পায় টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। 

ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা ৩৬ বছর বয়সী এই সার্বিয়ান তারকার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি