ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফ্রেঞ্চ ওপেন টেনিসের নারী এককে সেমিফাইনালে জেলিনা ওস্তাপেঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৭ জুন ২০১৭ | আপডেট: ১০:৩৪, ৭ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেন টেনিসের নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলেন লাটভিয়ার জেলিনা ওস্তাপেঙ্কো।কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে প্রতিপক্ষ ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়েছেন জেলিনা। ক্যারোলিনার বিপক্ষে জয় পেয়েছেন ২-১ ব্যবধানে। প্রথম সেটেই ৬-৪ গেমে হেরে যান ১৯ বছর বয়সী জেলিনা। পিছিয়ে পরে দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ান তিনি। দ্বিতীয় সেটে ৬-২ গেমে জয় নিয়ে সমতায় ফিরেন। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায়ও সমান ব্যবধানে জয় নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের হয়ে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেন তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি