ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফ্রেঞ্চ বর্ষসেরা কোচ জিদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০৩, ১০ জানুয়ারি ২০১৮

সদ্য বিদায়ী ২০১৭ সালে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান ফ্রেঞ্চ বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক মনোনীত বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জিদান বলেছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আমি যে ভালো কোচ হতে পারি সেটাই আমি প্রমাণ করতে চাই।

প্রসঙ্গত, বর্তমান লা লিগায় ভালো অবস্থায় নেই রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। রোববার সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

এ বিষয়ে জিদান বলেন, এই মুহূর্তে আমাদের পরিস্থিতি খুব বেশি ভালো না। আমি এটার পরিবর্তন করতে যথা সাধ্য চেষ্টা করব। আমি জানি, আমার দলের অনেক খেলোয়াড় আছে যাদের ওপর আমার আস্থা আছে। কিছু মানুষ মনে করে আমার কাছে সবকিছুই অনেক সহজ। কিন্তু আসলে তা নয়। খেলোয়াড় বা কোচ হিসেবে আমি সবসময় পরিশ্রম করেই দলকে কিছু দেওয়ার চেষ্টা করেছি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি