ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

ফ্লোরিডা ও কলোরাডোসহ ৬ অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট

প্রকাশিত : ১২:৫২, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৫২, ২৫ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ‘কি ব্যাটল গ্রাউন্ড স্টেট’ খ্যাত ফ্লোরিডা ও  কলোরাডোসহ ৬ অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট। সোমবার থেকে আগাম ভোট দিতে শুরু করেছেন ভোটাররা। ধারণা করা হচ্ছে, ৮ই নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ৪০ শতাংশ মার্কিন নাগরিক আগাম ভোটের সুযোগ নেবেন। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের নির্বাচনী জরীপে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দু’সপ্তাহ বাকি। তাই জমে উঠেছে নির্বাচনী লড়াই। পছন্দের প্রার্থীকে বেছে নিতে গেল কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট। তবে অন্যতম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাজ্য ফ্লোরিডায় লড়াইটা শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার থেকে। যদিও মেইলের মাধ্যমে এরইমধ্যে ১০ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। সংবাদ মাধ্যম সিএসবি’র জরীপে এ রাজ্যে ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন হিলারী। শুধু ফ্লোরিডাই নয়, কলোরাডো, টেক্সাস, আলাক্সাসহ আরো ৫টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যেও চলছে আগাম ভোট। আর কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া এ ভোটে এখন পর্যন্ত ৬০ লাখ মানুষ ভোট দিয়েছেন। দলীয় অনুগত, বিদেশ নিয়োজিত মার্কিন সেনা সদস্য ও যারা ভোটের দিন উপস্থিত থাকতে পারবেন না তারাই আগাম ভোটে অংশ নেন। ২০১২ সালে বারাক ওবামার জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভোট। এদিকে সংবাদ মাধ্যম সিএনএন’র সর্বশেষ জরীপ বলছে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটন। তবে অ্যারিজোনা, জর্জিয়া ও উটাহ অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কিছুটা ভালো।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি