ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফ্লোরিডায় আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘হেলেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১২:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ঘূর্ণিঝড় ‘হেলেন’ আঘাত হেনেছে। কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অরক্ষিত অবস্থায় দুর্যোগপূর্ণ এই ঝড়টির কারণে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসের ফলে একটি দোতলা বাড়িও ডুবে যেতে পারে। খবর এএফপির।

গত কয়েক যুগের মধ্যে মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বড় এটি। এর প্রভাবে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং রাস্তঘাট পানিতে ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, দ্রুত লয়ে চলতে থাকা এই ঘূর্ণিঝড়টি গতকাল বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এটি থালাহাসির বিগ বেন্ড এলাকায় আঘাত করেছে। হারিকেন সেন্টার আরও জানিয়েছে, ফ্লোরিডার বিগ বেন্ড এলাকার প্রতিটি নাগরিক দুর্যোগপূর্ণ ঝড় ও বন্যার ঝুঁকির মুখে রয়েছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ‘আমরা আশঙ্কা করছি ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এসব এলকায়। অর্থাৎ দোতলা একটি বাড়ির ছাদও ডুবে যেতে পারে পানিতে।’ তিনি জানান, ঝড়ের প্রভাবে পানি খুব দ্রুত বেড়ে যেতে পারে এবং তা বাড়িঘর থেকে শুরু করে যানবাহন ভাসিয়ে নিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনগণকে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, ‘ঘূর্ণিঝড় হেলেনের যাত্রাপথে যেসব লোকজন রয়েছে তাদের সবাইকে বাড়িঘর ছাড়ার হুঁশিয়ারি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আপনারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিন এবং নিরাপদে থাকুন।’

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি