ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বই মেলার প্রথম শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২২:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে গ্রন্থ মেলার প্রথম শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের ভিড়। ছুটির দিনে শিশু প্রহরে ছিল শিশুদের আনাগোনা। ঘুরে ঘুরে পছন্দের বই কিনেছেন বইপ্রেমীরা। সময় গড়ানোর সাথে বইয়ের কাটতি বাড়বে বলছেন বিক্রেতারা। 

সাপ্তাহিক ছুটির দিন বেলা এগারটায় মেলার গেট খুলতেই বিভিন্ন বয়সের পাঠকরা আসেন বইমেলায়।

এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত শিশুপ্রহরে পছন্দের বই কিনেছে শিশুরা। সপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিশুদের অভিভাবকরা কিনে দিচ্ছেন তাদের পছন্দের বই।

শুধু বই কেনা নয় গাছের নিচে বসে সন্তানকে গল্পের বই পড়ে শোনাচ্ছেন কেউ কেউ।

বিভিন্ন স্টল ঘুরে প্রিয় লেখকদের বই কিনছেন  অনেকে।

বিক্রেতারা বলছেন, সময় গড়ানোর সাথে বাড়বে পাঠকদের ভিড়, বাড়বে বইয়ের কাটতি। 

এদিকে মেলায় কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকের ভুল উদ্দেশ্য নিয়ে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল।

সপ্তাহিক ছুটির দিনের মেলা চলবে রাত নটা পর্যন্ত।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি