ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বই মেলায় ক্রেতা, দর্শক ও লেখক-প্রকাশকদের ভীড় বাড়ছে

প্রকাশিত : ২৩:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

অমর একুশে বই মেলার দিন যত যাচ্ছে; ক্রেতা, দর্শক ও লেখক-প্রকাশকদের ভীড় ততোই বাড়ছে। প্রকাশকদেরকে তরুণ ও উদীয়মান লেখকদের বই প্রকাশনায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তরুন লেখকরা।  এদিকে শুধু মাসব্যাপী বইমেলা নয়, এ সংস্কৃতি ও চেতনা বছর জুড়েই ধরে রাখা উচিৎ মনে করেন প্রবীণ লেখকরা। প্রচুর মানুষের আনাগোনা ছিলো বাংলা একাডেমীর অমর একুশে বই মেলার চতুর্থ দিনে। বিকেল থেকেই বইপ্রেমী মানুষেরা ছুটে আসেন মেলা প্রাঙ্গণে। কিনেছেন প্রিয় লেখকের বই। লেখকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রতিভাবান তরুণ লেখকরা জানান, শুধুমাত্র সুযোগের অভাবেই তাদের লেখা বই প্রকাশ করতে পারছেন না। প্রকাশকদের আরো বেশী আন্তরিকতা প্রয়োজন বলে মনে করেন তারা। এদিকে মেলার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রবীণ লেখকরা। চতুর্থ দিনে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বই এসেছে ৯৩টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি