ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলার আজকের সকালটা শিশুদের জন্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আজ প্রথম ছুটির দিন পাচ্ছে বইমেলা। শুক্রবার পাঠকে ভরে উঠবে বইমেলা— এমন আশা করছেন প্রকাশকরা। ছুটির দিনে মেলার দ্বার খুলছে সকাল ১১ টায়। বেলার প্রথম দুই ঘণ্টা থাকছে শিশু প্রহর। তাই বইমেলার প্রাঙ্গণের সকালটা থাকবে শিশুদের দখলে।

গতকাল বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ১১৮টি। এ নিয়ে পাঁচ দিনে বই এলো ৩৩২টি। এর মধ্যে কথাপ্রকাশ এনেছে হাসান আজিজুল হকের ‘রাজনীতির অলিগলি’। সনজীদা খাতুনের ‘রবীন্দ্রকবিতার গহনে’ মেলায় এনেছে শোভা প্রকাশ। নাগরী থেকে প্রকাশিত হয়েছে আহমেদ মোস্তফা কামালের ‘বড়োদের গল্প যেমন হয়’। আগামী প্রকাশনী এনেছে মঞ্জু সরকারের উপন্যাস ‘প্রতিমা উপাখ্যান’। নালন্দা প্রকাশ করেছে মোজাম্মেল হক নিয়োগী সম্পাদিত বই ‘জনকের শিশু কিশোর গল্প’।

বিকেলে গ্রন্থ উন্মোচন মঞ্চে মোড়ক খোলা হয়েছে ডা. শাহজাদা সেলিমের বই ‘শিশু কিশোরদের হরমোন ও জিনঘটিত সমস্যা’।

বৃহস্পতিবার মূল মঞ্চে আলোচনার বিষয় ছিল বাংলা একাডেমি প্রকাশিত নূহ উল আমিন লেনিনের ‘রাজনীতিতে হাতেখড়ি ও কলকাতায় শেখ মুজিব’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহীত উল আলম। সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম।

 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি