বইমেলায় আসছে আদেলের বই `জার্নালিজম টু কমিউনিকেশন`
প্রকাশিত : ১৮:৫৯, ২৭ জানুয়ারি ২০২৫
সাংবাদিক ও কমিউনিকেশন বিশেষজ্ঞ রাফে সাদনান আদেলের প্রথম বই 'জার্নালিজম টু কমিউনিকেশন' প্রকাশিত হচ্ছে র্যামন প্রকাশনী থেকে।
অমর একুশের বইমেলাকে সামনে রেখে ক্যারিয়ারভিত্তিক এই বইটি প্রকাশ করা হচ্ছে বলে জানান লেখক। ইমদাদুল হক সোহেলের প্রচ্ছদে ৯৬ পৃষ্ঠার এই বইটি মূলত তরুণদের দক্ষতা উন্নয়ন ও চাকুরি প্রাপ্তিতে সহায়ক বই হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সাংবাদিকতা ও কমিউনিকেশনে কাজ করার অভিজ্ঞতার আলোকে বইটিতে উঠে এসেছে, কিভাবে একজন সংবাদকর্মী কমিউনিকেশন সেক্টরে নিজেকে তুলে ধরবেন এবং স্বার্থকতার সাথে কাজ চালিয়ে যাবেন। সাংবাদিকতার খুঁটিনাটি কিভাবে কর্পোরেট ও ডেভেলপমেন্ট কমিউনিকেশনে কাজে লাগে তাও তুলে ধরা হয়েছে।
বইটি প্রসঙ্গে লেখক বলেন, "চাকরির নিদারুণ বাজার আর সাংবাদিকতা পেশা হিসেবে খুব একটা টেকসই পেশা নয়। তাই সাংবাদিকরা চাইলেই কমিউনিকেশন সেক্টরে নিজেকে মেলে ধরতে পারেন। এই বই তরুণ সাংবাদিকদের সেক্ষেত্রে সহায়ক হবে এমন ইচ্ছে থেকেই লিখেছি।আশা করছি পাঠকরা উপকৃত হবেন।"
প্রকাশক ও র্যামন প্রকাশনীর কর্ণধার সৈয়দ রহমত উল্লাহ জানান, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এই বইটি যদি একজন বেকার মানুষকে চাকরি পেতে কাজে আসে সেটিই হবে বই প্রকাশের স্বার্থকতা।
লেখক রাফে সাদনান আদেল সাংবাদিক হিসেবে এবিসি রেডিও, সময় টেলিভিশন, একাত্তর, চ্যানেল ২৪, একুশে টেলিভিশনের পাশাপাশি ঢাকা ট্রিবিউন, বাংলা নিউজ ২৪ অনলাইনে কাজ করেছেন।
এছাড়াও কমিউনিকেশন সেক্টরে ব্র্যাক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনে কাজ করেছেন।
উল্লেখ্য, বইটি একুশে বইমেলায় ২০৭-২০৮ নম্বর র্যামন পাবলিশার্স এর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
এছাড়াও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে বাতিঘর ও রকমারি অনলাইনে।
এসএস//
আরও পড়ুন