ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় আসছে মিলটন রহমানের তিন গ্রন্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির আয়োজনে শুরু হবে একুশে বইমেলা। এবারের মেলায় প্রকাশিত হবে মিলটন রহমানের তিনটি গ্রন্থ। বৃহৎ প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী নিয়ে আসবে ‘গবেষণাবিষয়ক গ্রন্থ ‘ইউরোপে বিশ শতকের লিটলম্যাগ আন্দোলন‘ এবং গল্পগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের গল্প‘।

ইউরোপের তেইশটি দেশের বিশ শতকের লিটলম্যাগ নিয়ে প্রায় চার বছরের গবেষণায় রচিত ‘ইউরোপে বিশ শতকের লিটলম্যাগ আন্দোলন‘। এ গ্রন্থটি ধারাবাহিক প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকীতে। গ্রন্থটি ইতোমধ্যে গবেষক এবং পাঠকদের দৃষ্ঠি আকর্ষণ করেছে। এছাড়া বিভিন্ন সময় রচিত গল্প থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে প্রকাশিত হবে ‘মুক্তিযুদ্ধের গল্প‘। কেবল মুক্তিযুদ্ধের সময় নয় সাতচল্লিশের দেশ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত উঠে এসেছে গল্পগুলোতে। এছাড়া চন্দ্রবিন্দু প্রকাশন নিয়ে আসছে কাব্যগ্রন্থ ‘চূর্ণপক্ষ‘। এতে ৫৬টি অনু কবিতা স্থান পেয়েছে। বইগুলো মেলায় প্রকাশকদের প্যাভিলিয়নে পাওয়া যাবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি