ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় চলছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অমর একুশে গ্রন্থমেলায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রাম।প্রতিদিন মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। পহেলা ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৩৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলছে এ কার্যক্রম।

সোমবার বিকেলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি (অব.)। এসময় তিনি মানবতার কল্যাণে গৃহীত এমন উদ্যোগের প্রশংসা করেন। বই কেনার পাশাপাশি সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে মেলায় আসা দর্শনার্থীদের উৎসাহিত করেন।

তিনি বলেন, “অমর একুশে বইমেলার মত ঐতিহাসিক একটি ইভেন্টে স্বেচ্ছায় রক্ত দান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র পাশে থাকুন এবং জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার দেয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণকে।” মহৎ এ কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির (অব.) সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি