ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় পিতা-পুত্রের ৪ বই

প্রকাশিত : ১৭:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অমর একুশে গ্রন্থমেলায় লেখক হায়দার বসুনিয়া এবং শাহজাদা বসুনিয়ার দুইটি করে উপন্যাস প্রকাশিত হয়েছে। সাবেক শিক্ষক হায়দার বসুনিয়ার ছেলে শাহজাদা বসুনিয়া।

হায়দার বসুনিয়া রচিত উপন্যাস দুটির নাম হল ‘কবিরের ভিটা-মাটি’ ও ‘কামনা’। আর শাহজাদা বসুনিয়ার লেখা উপন্যাস দুটির নাম হল ‘A Cruel Father’ ও ‘The Credit Cards’ । চারটি বই প্রকাশিত হয়েছে বিশ্ব সাহিত্য ভবন থেকে। এ বছরের বই মেলার ৫০৪-৫০৭ নং স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

প্রসঙ্গত, হায়দার বসুনিয়া দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। ২০০৪ সালে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর এখন পর্যন্ত তার লেখা ২৮টি সাহিত্য বই প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, শাহজাদা বসুনিয়া একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত তার লেখা ১০টি বই প্রকাশিত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি