বকেয়া পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল
প্রকাশিত : ০৯:৪৬, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪৬, ১ আগস্ট ২০১৬
বকেয়া পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম মুঠোফোন সেবা দাতা অপারেটর সিটিসেল।
বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপিতে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া ঋণ পরিশোধ করতে না পারায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ২জি লাইসেন্স এর তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি, রাজস্ব ও সামাজিক সুরক্ষা বাবদ বিশাল এ অঙ্কের বকেয়া পরিশোধ করতে পারেনি সিটিসেল। বিজ্ঞপিতে গ্রাহকেদের আগামী ১৬ অগাষ্টের মধ্যে নতুন সেবা সংযোগ নিতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন