ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঘেরাও কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩০, ২৯ নভেম্বর ২০১৭

গাজীপুরের লাক্সমা সোয়েটার ফ্যাক্টরীর শত শত শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ ও বিনা নোটিশে হঠাৎ করে বন্ধ হওয়া গার্মেন্টস চালুর দাবিতে শ্রম মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি পালন করছে গার্মেন্টসটির শ্রমিকরা। কর্মসূচিতে যোগ দিয়ে তাদের সঙ্গে ঐক্য ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন।

এ সময় গার্মেন্টস ইউনিয়নের নেত্রী জলি তালুকদার বলেন, উপরের ক্ষমতা দেখিয়ে লাভ নেই, শ্রমিকের ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা।

গার্মেন্টস শ্রমিকরা স্লোগান দিচ্ছে, ’আমাদের দাবি মানতে হবে’, ’বকেয়া বেতন পরিশোধ কর, বন্ধ কারখানা চালু কর।’

শ্রমিক ইউনিয়ন নেতা খায়রুল আলম মিন্টুর সাথে কথা বলে জানা যায়, গত উনত্রিশ দিন ধরে গার্মেন্টসটির শ্রমিকরা তাদের প্রাপ্য বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। গত চারদিন ধরে তারা প্রতিনিয়ত ঢাকায় বিজিএমইএ ভবন ও শ্রম মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচী করছে। আজ তাদের কর্মসূচীতে পুলিশ বাধা দিলে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়।

গার্মেন্টসটির শ্রমিক শরীফুল ইসলাম একুশে টিভি অনলাইনকে বলেন, জীবন বাজি রেখে রাস্তায় নেমেছি। রক্ত পানি করা হালাল পয়সা না নিয়ে ঘরে ফিরব না।

কর্মসূচি শেষে মুক্তি ভবনের সামনে এসে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতালকে সমর্থন জানায় গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন।

 

 

 

 

এএ//এমআর   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি