ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বগুড়ার ঐতিহ্যবাহি মাছের মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২০ নভেম্বর ২০২১

নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলী বাজারে বসেছে মাছের মেলা। সকাল থেকে ক্রেতা বিক্রেতায় মুখর মেলা প্রাঙ্গন। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা বড় বড় মাছ ছাড়াও কিনছেন প্রয়োজনীয় জিনিষপত্র। বেচা বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।

বগুড়ার ঐতিহ্যবাহি এ মাছের মেলা পরিচিত জামাই মেলা নামেও।

বড় বড় মাছের চালান আসে এ মেলায়। এলাকার জামাই শ্বশুর আত্নীয় স্বজন সবাই আসেন মেলায় মাছ কিনতে।

বিক্রেতারা জানান, প্রতিবছরের এই মেলায় আনা হয় বড় বড় মাছ। আর বিক্রিও হয় অনেক।

আয়োজকরা জানান, প্রায় দেড়শো বছর ধরে নবান্নে প্রাচীন এই মেলা বসে আসছে। যা এখন ঐতিহ্যের অংশ।

দিনব্যাপি এ মেলায় প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।

এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি