ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ১৩ জুন ২০২৪

Ekushey Television Ltd.

বগুড়া সদর উপজেলায় বেসরকারি আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুশিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গণমাধ্যমে জানান, বুধবার রাতের কোনো এক সময় মাটিডালি এলাকায় অবস্থিত ব্যাংকটির উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ লাখ টাকা চুরি হয়। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

এ কর্মকর্তা আরও জানান, ব্যাংকটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যার ফলে এ ধরনের চুরি সম্ভব হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি