ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় পরিচয়পত্রের নম্বর হাতিয়ে নিয়েছে জালিয়াতচক্র [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫০, ৩১ জানুয়ারি ২০১৮

জালিয়াতির মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার ১০টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষের আঙুলের বায়োমেট্রিক ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর হাতিয়ে নিয়েছে একটি চক্র। এসব তথ্য ব্যবহার করে এরইমধ্যে গ্রামের সাধারণ মানুষের নামে কয়েক হাজার সিম নিবন্ধন করা হয়েছে। অভিযোগ করার পর পুলিশ দুজনকে আটক করলেও কী উদ্দেশ্যে এসব তথ্য চুরি করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ।

বগড়ার ধুনট উপজেলার হিজুলি, রুদ্রবাড়িয়া, সাগাটিয়াসহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের অনেকেই মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে গিয়ে জানতে পারেন, তাদের নামে অসংখ্য সিম নিবন্ধন করা হয়ে গেছে। একটি শক্তিশালী জালিয়াত চক্র এর সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতমাসের প্রথম দিকে সিমেন্টের চুলা বিক্রি শুরু করে রুরাল ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। পরে রান্নাঘর বানিয়ে দেয়াসহ নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নেয়া হয় আঙুলের ছাপ আর জাতীয় পরিচয়পত্রের নম্বর। তবে যারা চুলা কেনেননি, তাদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয় দেশ-বিদেশে কাজ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে।

তবে সিম কিনতে গিয়ে এই জালিয়াত চক্রের বিষয়ে সন্দেহ হয় গ্রামবাসীর। এরপরই তারা থানায় গিয়ে মামলা দায়ের করে। ইতোমধ্যে ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জমিলা খাতুনসহ দুই জনকে। এদিকে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার মানুষরা।

 /এমজে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি