ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৩ জুলাই ২০২৪ | আপডেট: ১০:০৯, ১৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বগুড়া জেলার নন্দীগ্রামে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একই এলাকার প্রতিবেশী মৃত শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৩৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্বাস আলী বলেন, সড়ক দুর্ঘনায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি