ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় বোমা বানাতে গিয়ে নিহত ২

প্রকাশিত : ০৯:২১, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২১, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বগুড়ার শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে ।  বিস্ফোরণের সময় তাদের হাত ও পা উড়ে যায়। রোববার রাতে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, রাতে রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের জনৈক মাহবুবের বাড়ীতে প্রচন্ড শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন গুারুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে একজন মারা যায়। পরে রাত সাড়ে এগারটায় বোমা বিস্ফোরণে আহত অপরজনও হাসপাতালে মারা গেছে। বোমা বানানোর সময় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ ধারণা করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি