ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৮৯৪ সালের আজের এই দিনে মারা যান।

ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র। ১৮৫৮ সালে বঙ্কিম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। পেশাগত জীবনে তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাসও ছিলো। বঙ্কিমই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন।

তার সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ সালে কবিতা লেখার মাধ্যমে। ১৮৫৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা পুরাকালিক গল্প তথা মানস’ প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ প্রকাশিত হয় ১৮৬৫ সালে। 

এ ছাড়া বঙ্কিমের ‘কৃষ্ণকান্তের উইল’, ‘রাজসিংহ’, ‘বিষবৃক্ষ’, ‘সীতারাম’-এর মতো কালজয়ী সব উপন্যাস বাংলা সাহিত্যভান্ডারকে সমৃদ্ধ করেছে। গদ্য রচনায়ও তার সমান দক্ষতা ছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি