ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ ২০২৩ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ৫ মে ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচার এবং ভারতের ওম যোগা কালচারের আয়োজনে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে দ্বিতীয় বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, লেখক ড. নূহ-উল-আলম লেলিন। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, ভারতীয় হাই ক‌মিশনের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের যোগচা‌রিয়া অতুল কুকসাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেল।

স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচারের মহাসচিব শাহনাজ পারভীন, ভারতের ওম যোগা কালচারের মহাসচিব প্রসূণ মহন্ত। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, সাংবাদিক এস এম আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শামীম আল মামুন। 

দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত এবং বাংলাদেশের ৫১ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি