ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে অংশ নিচ্ছে ৭ দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:৩২, ১ ডিসেম্বর ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। এ টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ৭টি দেশ।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, জাম্বিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে ইভেন্টের আসরে মোট প্রতিযোগীর সংখ্যা ৩৩৭ জন। বাংলাদেশ থেকে ১৮ পুরুষ ও ১০ নারী শাটলার অংশগ্রহণ করবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি