ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ঢাকাগামী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্রুতগতির বাসের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত ও অপর ১২ যাত্রী আহত হয়েছেন। 

বুধবার ভোর ৪ টার দিকে জেলার সিরাজদিখানের রামেরখোলায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মোসাম্মত হাসিনা বেগম (৪২) নামে এক বাসযাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহত অপর দুই বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম জেলার মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের পুত্র মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার পুত্র মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ জন আহত হন। 

আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য দিয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলায় ঢাকাগামী দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে সজোরে আঘাত লেগে উল্টে যায়। 

এতে তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি