ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ পেলেন এম আনিস উদ্ দৌলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ২৮ জুন ২০২১ | আপডেট: ১২:৩২, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’-এ ভূষিত হয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা। কৃষি ক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য এবং ১৮ জনকে ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়।

রোববার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
 
কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি