ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোল বোমা উদ্ধার

প্রকাশিত : ১৬:২৭, ৬ জুন ২০১৯ | আপডেট: ২০:২১, ৬ জুন ২০১৯

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে এ বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে তা নিয়ে যায়। এ দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল বলেও জানা যায়।

পেট্রোল বোমা কীভাবে সেখানে গেল এ জন্য জোর তদন্ত করা হচ্ছে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি