ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নতুন জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন `এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ` শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে এ লোকবল নিয়োগ করা হবে।

পদসমূহ:

কনসালটেন্ট (১টি), মেডিক্যাল অফিসার (একটি), শিশু ডেভেলপমেন্ট থেরাপিস্ট (একটি), ওয়েব এডমিনিস্ট্রেটর (একটি), ওয়ার্ডবয় (একটি), আয়া(একটি)।

যোগ্যতা:

পদমর্যাদা অনুযায়ী এমবিবিএস থেকে শুরু করে এএসসি পাশ হতে হবে। এবং পদ অনুযায়ী আট বছর থেকে দুই বছরর পর্যন্ত অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

পদমর্যদা অনুযায়ী ৫৬ হাজার ৫২৫ টাকা থেকে শুরু করে ১৫ হাজার ৫৫০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে "ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ (ই ব্লক, ৩য় তলা, রুম-৩০২), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা" ঠিকানায়। আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৩ জুলাই।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি