ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড’ পেলেন জবির শিক্ষার্থী ইব্রাহীম

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৩, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ বছরের ইতিহাসে প্রথম বারের মতো “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২২” হিসেবে পুরস্কার পেয়েছেন মো. ইব্রাহীম আজাদ। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত থেকে প্রাইজ মানি, সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

স্নাতকোত্তর পর্যায়ে সারাদেশ থেকে ১৬টি বিভাগে মোট ২২ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম আজাদের শিক্ষা জীবন ও বেড়ে ওঠা ঝালকাঠিতে। স্নাতক পর্যায়ে তিনি বিভাগে ৩.৭৫ সিজিপিএ সহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও ব্র্যাকে দুটি ইন্টার্নশিপ ও বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইব্রাহীমের।

বর্তমানে ইব্রাহীম আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষকতা কিংবা জাতীয় পর্যায়ে যোগাযোগ ও উন্নয়ন ভিত্তিক পেশায় কাজ করতে চান ইব্রাহীম।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডের জন্য স্নাতকোত্তর পর্যায়ে সব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিতে ৩.৭০ প্রাপ্ত ৪৮৩ শিক্ষার্থী আবেদন করেন। সেখান থেকে তাদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, সহশিক্ষা কার্যক্রম, কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ৬৬ শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। তার মধ্যে থেকে ২২ জন এ অ্যাওয়ার্ডয়ের জন্য মনোনীত হন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে ইব্রাহীম আজাদ বলেন, সম্মাননা প্রাপ্তি আসলেই অনেক আনন্দের। নিজের ও পরিবারের জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। আমার শিক্ষকগণ ও আমার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি