ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী মাসে উৎক্ষেপণ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আগামি মাসেই মহাকাশে যাত্রা করতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের ওয়ারহাউস থেকে বিশেষ কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হচ্ছে স্যাটেলাইটটি। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইচ টিপে উদ্বোধনের পরই কেপ কার্নিভ্যালে স্পেসএক্স থেকে মহাকাশে রওয়ানা হবে স্যাটেলাইটটি। এরমধ্য দিয়ে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।

মহাকাশে স্বপ্ন যাত্রার অপেক্ষা শেষের পথে। আর মাত্র কদিন, এরপরই মহাকাশে পাড়ি জমাবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি এরইমধ্যে ৩ দশমিক ৭ টন ওজনের স্যাটেলাইট প্রস্তুতের কাজ শেষ করেছে। কান শহর থেকে বিশেষ কার্গো বিমানে করে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায়। পৌঁছাতে সময় লাগবে একদিন।

সেখানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স স্যাটেলাইটটি গ্রহণের পর উৎক্ষেপণের জন্য প্রস্তুতি শুরু করবে। ৩/৪ দিন পর কেপ কার্নিভ্যালের ১১৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় উৎক্ষেপনের জন্য নির্ধারিত স্থানে পৌঁছাবে স্যাটেলাইট। স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে পাঠানো হবে মহাকাশে।

কর্তৃপক্ষ জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে ৭ থেকে ১৫ এপ্রিলের মধ্যে যেকোন দিন মহাকাশে যাত্রা করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

আগামী ১৫ বছর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াবে স্যাটেলাইটটি। প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ সংক্রান্ত ই-সেবা, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেটসহ ৪০ ধরনের সেবা দেবে এই স্যাটেলাইট।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি