বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম আর নেই
প্রকাশিত : ২০:১০, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ২০:১৬, ২৫ আগস্ট ২০১৬
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মুহিতুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের নেতারা।
ফুসফুসে সংক্রমনসহ বিভিন্ন জটিলতা নিয়ে বেশ কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম। দুপুরে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তির সময়ই অবস্থা সংকটাপন্ন ছিলো তার। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মুহিতুল ইসলামের মৃত্যুতে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে।
বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয় তার প্রথম নামাজে জানাজা। পরে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় যশোরে।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সময় ওই বাসায়ই ছিলেন রিসিপশনিষ্ট কাম রেসিডেন্ট পি এ মুহিতুল ইসলাম। নির্মম সেই ঘটনা দেখেছিলেন নিজের চোখে।
আরও পড়ুন