ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু হত্যার নীলনকশা কুমিল্লার বার্ডে (ভিডিও)

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১১:৩৮, ৪ আগস্ট ২০২৩ | আপডেট: ১২:২২, ৪ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়া-মোশতাকের চক্রান্তের সঙ্গে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। আইএসআই আর সিআইএ’র সাথে আরও ক’টি গোয়েন্দা সংস্থার সমন্বিত সেই ন্যাক্কারজনক বৈঠকটি হয়েছিল কুমিল্লার বার্ডে। 

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশের মাটিতে পা রেখেই জাতির পিতার চোখেমুখে যুদ্ধ-বিধ্বস্ত দেশ গড়ার স্বপ্ন। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক কাঠামোর ভীত গড়ে দিয়েছিলেন। ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গঠনের মূল চালিকাশক্তি জনগণই ছিল বঙ্গবন্ধুর শক্তি।

একাত্তরের প্রতিশোধ নিতে মরিয়া পরাজিত পাকিস্তানিরা। সেই সাথে মার্কিন ষড়যন্ত্র। দেশের ভেতরে স্বাধীনতা ও রাজনৈতিক বিরোধী চক্র এবং আমলাতন্ত্রের বহুমুখী জাল বিস্তৃত হতে থাকে নিভৃতে। পরিবার এবং নির্ভরযোগ্য সহকর্মীদের কাছ থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করে সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলার ষড়যন্ত্রে মাতে মোশতাক চক্র।

পাটের গুদামে আগুন, বাসন্তীর জাল পরানোর ছবি কিংবা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ব্যাংক লুটের দায় চাপানোসহ বহুমুখী অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একাত্তরের পরাজিত শক্তি।   

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, “যখনই কোনো বিধ্বংসী কাজ করা হবে বা হওয়ার চিন্তা থাকে এগুলো ব্যবহার করা হয়। যে দেশ চালাচ্ছেন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দুর্বল করে দেয়া। পাটের গুদামে আগুন দেয়া, বিভিন্ন রকমের গুজব ছড়ানো হলো, শেখ কামাল এটা করেছে ওটা করেছে- এই যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হলো এটা বঙ্গবন্ধু হত্যার একটা পার্ট।”

বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছদ্মবেশে থাকা খন্দকার মোশতাক আহমেদের নীল নকশা বাস্তবায়নে শরীক হন মাহবুবুল আলম চাষী, তাহের উদ্দিন ঠাকুর ও শাহ মোয়াজ্জেমরাও। জঘন্যতম ইতিহাসের সূত্রপাত কুমিল্লার বার্ডে।

ওয়ালিউর রহমান বলেন, “বার্ডে ষড়যন্ত্র হলো, বঙ্গবন্ধুর গায়ে হাত দেয়ার আগে দেশটাকে ডেস্টাবেলাইজড করো। বার্ড ষড়যন্ত্র অবশ্যই বঙ্গবন্ধুকে খুনের কাছে নিয়ে গেল এবং ওরা সাকসেসফুল হলো। বঙ্গবন্ধু হত্যার বীজ বোনা হয় বার্ডে।”

বঙ্গবন্ধুর খুনীদের স্বীকারোক্তিতেই স্পষ্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুধু ব্যক্তি নয়, বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনাকেই ধ্বংস করে ষড়যন্ত্রকারীরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি