ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সেবা নিতে সময় মিডিয়ার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৫ জানুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সেবা নিতে চুক্তি সই করলো সময় মিডিয়া লিমিটেড। বিদেশি স্যাটেলাইটের চেয়ে এই স্যাটেলাইট ঝামেলামুক্ত হবে বলে আশাবাদী বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষ।

বিসিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানালেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গুণগত মান উৎকৃষ্ট। আর প্রযুক্তি বিশেষজ্ঞ জানালেন, এটি ব্যবহার করলে বাড়তি খরচ থেকে মুক্তি পাবে সেবা গ্রহীতারা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সেবা নিতে চুক্তি সই করেন সময় মিডিয়া লিমিটেডের এমডি ও সিইও আহমেদ জোবায়ের। এ সময় বিদেশি স্যাটেলাইট ব্যবহারের চেয়ে দেশীয় স্যাটেলাইট ব্যবহার ঝামেলামুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের বলেন, এতদিন বৈদেশিক মুদ্রায় ভাড়া পাঠাচ্ছি বিদেশি স্যাটেলাইট কোম্পানির ভাড়া বাবদ। এটা অনেক ঝামেলাপূর্ণ। আশা করি, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু-১ বিশ্বের অন্যান্য অনেক স্যাটেলাইটের চেয়ে উৎকৃষ্ট মানের বলে জানান বিসিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বাইরে থেকে যে সমস্ত স্যাটেলাইট সেবা দেয়। তাদের ইআইআরপি ৫০-৫৫ এর উপরে যায় না। সেখানে আমাদের ইআইআরপি ৬০ এর কাছাকাছি। এজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কোয়ালিটি ভালো পাওয়া যাবে।

এছাড়া প্রযুক্তি বিশেষজ্ঞ বললেন, এই স্যাটেলাইট ব্যবহারে বাড়তি খরচ থেকে মুক্তি পাবে সেবাগ্রহীতারা। সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, এখন আমরা ফিডটি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে আপলিক হচ্ছে। তো আলাদা করে ইনভেস্ট থেকে আপাতত রেহাই পাওয়া গেছে। আশা করি স্থায়ীভাবেও এই সুবিধাটি পাওয়া যাবে।

গত ১১ মে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ। বেসরকারি পাঁচটি ও সরকারি চারটি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের সেবা নিতে চুক্তি করেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি