ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান প্রেরণার উৎস (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:০২, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এক মহাকাব্যের নাম বঙ্গবন্ধু। শব্দ আর সুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত গান বাঙালির জন্য প্রেরণার উৎস। বঙ্গবন্ধু বাঙালির মনস্তত্বকে ধারণ করতেন অন্তরে। তাঁর কাছে দেশ আর দেশের মানুষই ছিলো সবকিছুর উর্ধ্বে।

যুদ্ধবিধ্বস্ত বাংলায় এই গান বাঙালির অন্তরে বপন করেছিলো স্বাধীনতার স্বপ্ন। প্রতিটি বাঙালির অন্তরে ধ্বনিত হয়েছিলো মুক্তির বারতা।

বাঙালির স্বাধীকার আন্দোলনের অগ্রপথিক বঙ্গবন্ধু। ৭ মার্চে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণ এক করেছিলো বাঙালিকে। উদ্দীপিত হয়েছিলো পুরো জাতি। ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার লাল সূর্য।

মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক সব গান প্রত্যন্ত বাংলার প্রতিটি ঘরে সুর আর ছন্দে উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধুর নাম।

সাত কোটি মানুষের মুক্তির জন্য, যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাত পোহালে শোনা যেতো,  তুমি আমার বঙ্গবন্ধু, সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো এমন অসংখ্য গানে স্মরণীর জাতির পিতা।

বঙ্গবন্ধুকে নিয়ে যত গান হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। সে ধারা এখনো অব্যাহত। বঙ্গবন্ধুর  আদর্শ অনুসরণ করেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে জানালেন এই শিল্পী।

টুঙ্গীপাড়ায় মধুমতির তীরে চিরনিদ্রায় শায়িত শেখ মুজিবুর রহমান। জাতির পিতাকে হারানোর বেদনা শিল্পীর কণ্ঠে ধ্বণিত হয় শব্দের গাঁথুনি  আর সুরের মায়াজালে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি