ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে বাংলাদেশ ও কানাডা একমত

প্রকাশিত : ১৫:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে আলোচনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ও কানাডা একমত হয়েছে। শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।  এর আগে গ্লোবাল ফান্ড সম্মেলনে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর দাবি দীর্ঘ দিনের। শেখ হাসিনার সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বহুল প্রত্যাশিত বিষয়টি। আলোচনার মাধ্যমে বিষয়টি সামাধানে একমত হয় কানাডা। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোর অসামান্য অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। পরে তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে বাবার মরোনত্তর স্বাধীনতা স্বারক তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এরআগে গ্লোবাল ফান্ড সম্মেলনে দেয়া বক্তব্যে সুখী সমৃদ্ধ বিশ্ব গড়ার লক্ষ্যে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ  বিনিয়োগবান্ধব  উল্লেখ করে আন্তর্জাতিক ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি