ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৫০, ১৬ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক লড়াই চলছে বলে জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন, তারা যে যেখানেই থাকুক ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা কে কোথায় আছে আমরা জানি। চারজনের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এর মধ্যে আমেরিকায় যিনি আছেন তাকে আমরা ফিরিয়ে আনব। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূল উৎপাটন করা হবে বলেও তিনি জানান।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাইসার ভূইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক চেয়ারম্যান নুরুল হক ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা। পরে ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি