ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী প্রদশর্নী শুরু কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী প্রদশর্নী শুরু হচ্ছে আগামীকাল রোববার। বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিক ভবন প্রাঙ্গণে প্রদর্শনীটি হবে।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদপ্তর এই প্রদশর্নীর আয়োজন করছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল সকাল ১১টায় এই প্রদশর্নীর উদ্ধোধন করবেন। 

পিআইডি জানিয়েছে, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য সচিব কামরুন নাহার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর দুর্লভ আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে এবং সংবাদপত্রে বঙ্গবন্ধু-এই প্রদর্শনীর মূল আকর্ষণ। সূত্র: বাসস

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি