ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর জোট-রাজনীতি নিয়ে প্রকাশিত বইয়ের ওপর আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করেই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন এবং বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়ের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা যেমন-জাতিসংঘ, কমনওয়েলথ, ইসলামি সম্মেলন সংস্থাসহ বিভিন্ন জোটের স্বীকৃতি ও সদস্যপদ লাভের প্রচেষ্টায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান। বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতার দরুণ অধিকাংশ জোট ও সংস্থা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং বাংলাদেশকে সদস্য হিসেবে গ্রহণ করে। ফলশ্রুতিতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে রাজনীতি করার সুযোগ লাভ করে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক জহুর হোসেন চৌধুরী কনফারেন্স হলে ‘আগামী প্রকাশনী’ থেকে প্রকাশিত পরিশ্রমী গবেষক ড. মোহাম্মদ জহুরুল ইসলামের লেখা ‘বঙ্গবন্ধুর আন্তর্জাতিক জোট-রাজনীতি’ বইটির প্রকাশনা উৎসবে এ কথা বলেন উপস্থিত আলোচকবৃন্দ। 

অনুষ্ঠানে আরো বলা হয়, বঙ্গবন্ধুর ক্যারিশমেটিক নেতৃত্ব এবং বিচক্ষণ কূটনৈতিক দক্ষতার দরুণ অতি অল্প সময়ের মধ্যেই আলোচ্য জোট ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রবেশ ঘটে। এই কূটনৈতিক প্রবেশের মধ্য দিয়েই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠন ও সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয় এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকা রাখে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ূন কবির, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্দু প্রভা দাস, কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কৃষিবিদ মোঃ ওয়াসিউজ্জামান আকন্দ এবং বইটির প্রকাশক আগামী প্রকাশনীর ওসমান গনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান। প্রকাশনা উৎসবে শিক্ষক, গবেষক, পেশাজীবী, শিক্ষার্থী ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি